নেপালে কর্মশালার জন্য আমন্ত্রণ পেলেন হালুয়াঘাটের তরু শাহরিয়ার স্বর্গ

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি | ১ জুলাই ২০২২, ২৩:৫৩

-ফাইল ছবি

নেপালের প্রসিদ্ধ ‘গিরিজা প্রসাদ কৈরালা ফাউন্ডেশন আর্ট এন্ড কালচার’ এবং ‘মিথিলা ইয়েন আর্ট গ্যালারি’ কর্তৃপক্ষের বিশেষ আমন্ত্রণে ‘পাফর্ম্যান্স ওয়ার্কশপ অন ড্রামা’ শীর্ষক কর্মশালা পরিচালনা ও ক্লাস নেয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের তরুণ নাট্য শিক্ষক, গবেষক, উপস্থাপক ও সঙ্গীতশিল্পী তরু শাহরিয়ার স্বর্গ ।

এই তরুণ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলা বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করে যুক্ত আছেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মত মহান পেশায়। এছাড়া বিভিন্ন নাট্য সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনে নাটক এবং উপস্থাপনা বিষয়ে নিয়মিতভাবে প্রশিক্ষণ দিয়ে থাকেন।

তিনি বর্তমানে তিনি বুকল্যান্ড ফাউন্ডেশনের আওতাধীন বুকল্যান্ড ইনস্টিটিউট অব আর্ট এন্ড কালচারের  নির্বাহী পরিচালক এবং ঢাকা মৌলিক নাট্যদলের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিনয়ের পাশাপাশি একজন দক্ষ নিদের্শক হিসেবে বেশ কিছু নাটকে নির্দেশনা দিয়েছে প্রশংসিত হয়েছেন তরু শাহরিয়ার স্বর্গ। এছাড়া বিভিন্ন টেলিভিশন ও রেডিও  চ্যানেলে নিয়মিত উপস্থাপনাও করে থাকেন তিনি।

এ প্রসঙ্গে তরুণ নাট্যকর্মী তরু শাহরিয়ার স্বর্গ বলেন ‘আমার শিল্প,সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক শিক্ষকতা জীবনে এটি নিঃসন্দেহে এক পরম প্রাপ্তি। এমন সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত ও আনন্দিত। ছোট্র এ শিল্প জীবনে আমাকে গড়ে তুলবার পিছনে যিনি মহান কারিগর তিনি আমার মা তাঁর শ্রীচরণে আমার এই এগিয়ে চলার একটি সাফল্যের পালক সঁপে দিলাম নৈবেদ্য রুপে।

মুলত এই কর্মশালার মাধ্যমে বাংলাদেশ ও নেপালের ভ্রাতৃত্বপূর্ণ সৌহার্দ্যময় শিল্প অভিযাত্রা সুগম হবে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, আন্তর্জাতিক পরিসরে বুকল্যান্ড ইনস্টিটিউট অব আর্ট এন্ড কালচার তাদের ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রকল্প হাতে নেয়। তারই একটি সফল সূচনার প্রথম ধাপ এই কর্মশালা। আমার ক্ষুদ্র শিল্প জীবনে সবথেকে কার্যকর ভূমিকা পালনে ও আমাকে তৈরির পিছনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অবদান অনস্বীকার্য। আমার শিক্ষা জীবনের সকল স্তরের শিক্ষকদের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা কেননা তাঁদের জন্যই আজকের আমি।

আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা পরম শ্রদ্ধেয় শিল্পী ও পরিচালক জিপি কৈরালা ফাউন্ডেশন আর্ট এন্ড কালচার ও মিথিলা ইয়েন আর্ট গ্যালারি সুন্দর যাদব দাদা এবং বুকল্যান্ড ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারপার্সন শ্রদ্ধেয় ফারহানা হাসান তুলি আপুর প্রতি। আমার পরম পূজনীয় ব্যক্তিত্ব আমার প্রেরণাদাতা শ্রদ্ধেয় ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী স্যার, চেয়ারম্যান বোর্ড অব ট্রাস্টিজ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মহোদয়ের প্রতি তাঁর উৎসাহ উদ্দীপনা ও স্নেহে নূতন স্বপ্ন দেখি প্রতি নিয়ত। এছাড়াও সেসব মহান মানবেরা আমার হৃদয় মন্দিরে প্রতিদিন পূজিত হোন শ্রদ্ধা ও ভালোবাসার পুষ্পাঞ্জলী তে সকলের কল্যাণ হোক, মানবতার জয় হোক,নাটকের জয় হোক ।

উল্লেখ্য শিল্পী তরু শাহরিয়ার স্বর্গ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক সম্মাননা ও স্বর্নপদকে ভূষিত হয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর