-2022-06-30-07-53-39.jpg)
মানিকগঞ্জের হরিরামপুরে বেপরোয়া বাইকারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সোয়া আটটা পর্যন্ত উপজেলার পাটগ্রাম স্কুল মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম । এসময় সাতজন তরুণ বাইকারকে এগারো হাজার টাকা জরিমানা করেন তিনি।
প্রশঙ্গত, হরিরামপুরে বেপরোয়া বাইকারদের থামাবে কে! শিরোনামে বুধবার সময় ট্রিবিউনে সংবাদ প্রকাশিত হলে ইউএনও এর নজরে আসে।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, হরিরামপুরে বেপরোয়া বাইক চালানো তরুণদের সংখ্যা বেড়েছে। বাইক দুর্ঘটনাও বেড়েছে। আজ যাদের জরিমানা করা হয়েছে তাদের হেলমেট ছিলোনা। নবম শ্রেণি বা উচ্চ মাধ্যমিকে পড়ুয়া ছেলেই আজ বেশি ছিল। হেলমেট ছাড়াই অনেকে তিনজন নিয়েও বাইক চালায়। অনেকে বাইক রেস করে। এখন থেকে বেপরোয়া বাইকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আপনার মূল্যবান মতামত দিন: