সাভারে শিক্ষককে পিটিয়ে হত্যা ও নড়াইলে শিক্ষককে জুতার মালা পড়িয়ে নির্যাতনের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একই সঙ্গে শিক্ষককে জুতার মালা পরানোর মতো ঘৃণ্য অপরাধ সংঘটিত হওয়ার সময় উপস্থিত পুলিশ প্রশাসনের দায়িত্বে থাকা সদস্যদেরও বিচার দাবি করেন তারা।
মঙ্গলবার (২৮ জুন) দুপুরে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) রংপুর শাখার উদ্যোগে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করে। সমাবেশ থেকে অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
দেশব্যাপী শিক্ষক লাঞ্ছনা ও হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এ সংগঠনটি।
সমাবেশে অধ্যক্ষ শাহ রেজাউল ইসলামের সঞ্চালনায় ও রংপুর জেলা বাকবিশিসের সভাপতি অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাকবিশিস মহানগর সভাপতি নবীব হোসেন লাভলু, অধ্যক্ষ শরিফুজ্জামান বুলু, অধ্যক্ষ জাহানারা বেগম, অধ্যক্ষ মমিনুল হক, সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির বিভাগীয় সম্পাদক শফিয়ার রহমান, অধ্যক্ষ বাকী সরকার, অধ্যাপক আব্দুল বাতেন প্রমুখ।
সমাবেশে শিক্ষক নেতারা বলেন, পুলিশের উপস্থিতিতে শিক্ষককে নির্যাতন, লাঞ্ছিত ও জুতা পরানোর মতো ঘটনা মেনে নেওয়া সম্ভব নয়। শিক্ষকদের ওপর হামলা, মামলা, নির্যাতনসহ শিক্ষকবিরোধি অপপ্রচার বাংলাদেশকে এক গভীর অন্ধকারে নিমজ্জিত করছে। উদ্ভুত পরিস্থিতিতে দেশের সমগ্র শিক্ষক সমাজ আজ বিক্ষুদ্ধ ও আতঙ্কিত।
শিক্ষক নেতারা আরও বলেন, বিগত দিনের অসংখ্য বিচারবিহীন সংস্কৃতি ও আইন শৃঙ্খলাবাহিনীর উদাসিনতার কারণে দেশে এ ধরনের ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। অন্যথায় দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: