শেরপুরের ঝিনাইগাতীতে ৩৬ বোতল ভারতীয় মদসহ সজীব মিয়া (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে ঝিনাইগাতি থানা পুলিশ।
জানা যায়, ২৭জুন (সোমবার) রাত ১১ টা সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঝিনাইগাতী থানার পুলিশ অভিযান চালিয়ে ব্যাটারী চালিত অটোরিক্সা থেকে ৩৬ বোতল ভারতীয় মদসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওই যুবক নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমশ্চুড়া গ্রামের মৃত নুর হোসেনের ছেলে।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুল আলম ভূঁইয়া বলেন, গ্রেফতারকৃত যুবকের বিরদ্ধে ঝিনাইগাতী থানায় মাদক দব্য নিয়ন্ত্রন আইনে একটি মাদক মামলা দায়ের করে গ্রেফতারকৃত যুবককে শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: