মহিপুরের ইয়াবা-সম্রাট হাতকাটা ইমরান গ্রেফতার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি | ২৮ জুন ২০২২, ১০:১০

সংগৃহীত

পটুয়াখালীর মহিপুরে একাধিক মাদক মামলার আসামী ইয়াবা সম্রাট মোঃইমরান(২৫) সহ দুজনকে ৫৬ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।

২৬ শে জুন (রবিবার)রাতে গোপন সংবাদ ভিত্তিতে মাদক ক্রয় বিক্রয়ের তথ্য পেয়ে

মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃআবুল খায়ের এর নির্দেশে।এস,আই মাহাবুবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে।মহিপুর সদর ইউপির পাইকবাড়ি নামক স্হানে অভিযানে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ৭ মাদক মামলার আসামী মোঃ ইমরান (২৫) ও তার এক সহযোগী মোঃ শিহাব (২৭) কে ৫৬ পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়।

এদের প্রত্যেকেই একাধিক মাদক মামলার আসামী বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার মোঃ আবুল খায়ের বলেন,গ্রেফতারকৃত ইমরান দীর্ঘদিন গা ঢাকা দিয়ে ধরা ছোঁয়ার বাহিরে থেকে এলাকায় মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল। পরবর্তীতে আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে বলেন,মাদকের সাথে কোনো আপোষ নেই।যুব সমাজকে মাদক মুক্ত করতে মহিপুর থানা পুলিশ সদা-জাগ্রত।ভয়াল মাদকের সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।এবং মাদকবিরোধী অভিযান পরিচালনা অব্যহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর