পদ্মা সেতুর উদ্বোধনে গিয়ে নিখোঁজ ছাত্রলীগ নেতা

সময় ট্রিবিউন | ২৬ জুন ২০২২, ২৩:৫১

ভোলা প্রতিনিধি

পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান দেখতে গিয়ে ফেরার পথে ট্রলার উল্টে ভোলার চরফ্যাশন সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আল আফছার তামিম (২৬) নিঁখোজ হয়েছেন।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, শনিবার দুপুরে পদ্মায় মাওয়া ঘাটের কাছে তিনি নিখোঁজ হন। তামিম চরফ্যাশন পৌরসভার এ কে এম মজির উদ্দিনের ছেলে।

চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল আহসান আসিফ বলেন, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে চরফ্যাশন থেকে শুক্রবার বিকেলে রওনা হন তারা। উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা ছিলেন তাদের সঙ্গে। তারা তাসরিফ-৪ লঞ্চে করে পদ্মা সেতু উদ্বোধন স্থলে যান।

এনামুল বলেন, উদ্বোধন শেষে চরফ্যাশন উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ ছয়জন ঢাকা যাওয়ার জন্য কাঁঠালবাড়ি ঘাট থেকে ট্রলারে পদ্মা পাড়ি দিচ্ছিলেন। পথে মাওয়া ঘাটে পৌঁছানোর একটু আগে স্রোতে ট্রলার উল্টে যায়। আশপাশের ট্রলার ও স্পিডবোট এসে পাঁচজনকে উদ্ধার করে। নিখোঁজ থাকেন আফছার তামিম।

তামিমকে উদ্ধারের চেষ্টা চলছে বলে পুলিশ কর্মকর্তা সুমন দেব জানিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর