পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে কুয়াকাটায় টুরিস্ট পুলিশের শোভাযাত্রা

মো. আল-আমিন, কলাপাড়া উপজেলা প্রতিনিধি | ২৬ জুন ২০২২, ০৮:১৬

ছবিঃ সংগৃহীত

দেশের বহুল আলোচিত, কাঙ্খিত পদ্মাসেতুর শুভ উদ্বোধন হয়েছে আজ। স্বপের সেতুর উদ্বোধনকে ঘিরে পর্যটন নগরী কুয়াকাটা সহ দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক উল্লাস বিরাজমান ছিল।

আজ শনিবার(২৫জুন)পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে কুয়াকাটা টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদের নেতৃত্বে একাটি শোভাযাত্রা বের হয়। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ শোভাযাত্রা শুরু হয়।

কুয়াকাটা ট্যুরঅপারেটরস্ এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)কুয়াকাটা ট্যুর গাইড এসোসিয়েশনসহ কুয়াকাটার ১৪ টি স্টেক হোল্ডাল এ শোভাযাত্রার অংশগ্রহন করেন।

সকাল ৯টায় কুয়াকাটা পর্যটন মোটেল থেকে শোভাযাত্রাটি বের হয়ে মূল সড়কগুলো প্রদক্ষিণ শেষে মিষ্টি বিতরণ ও সৈকতে "তৃষ্ণা নিবরন" ক্যাম্পেইন এর আয়োজন মধ্য দিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুয়াকাটা টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার মোঃআবদুল খালেক, পুলিশ পরিদর্শক আবু শাহাদাত মো. হাসনাইন।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র আ. বারেক মোল্লা। কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মো. নাসির উদ্দিন বিপ্লব। কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. রুমান ইমতিয়াজ তুষার, টুরগাইড এসোসিয়েশন এর সভাপতি কে.এম বাচ্চু প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর