মাগুরায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান ঈদগাহের ভিত্তিপ্রস্তর স্থাপন

মাগুরা প্রতিনিধি | ২৪ জুন ২০২২, ০৭:১১

সংগৃহীত

মাগুরা পৌরসভার ৩ নং ওয়ার্ডের শান্তিবাগ এলাকায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান ঈদগা ময়দানের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ জুন বৃহস্পতিবার সকাল ৯ টায় ঈদগাহ কমিটির সভাপতি মসিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রহমান , মাগুরা জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বপন, মাগুরা পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ওহাব চোপদার, ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত হোসেন আলী, ইসলামিক ফাউন্ডেশন এর সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক আমজাদ হোসাইন, মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

আলোচনা সভায় বক্তাগণ স্থানীয় এলাকার সমস্যাগুলো সংসদ সদস্যের বরাবর তুলে ধরেন এবং সংসদ সদস্য উক্ত সমস্যাগুলি দ্রুত সময়ের মধ্যে নিরসনের আশ্বাস দেন। 

অনুষ্ঠানের শেষে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান ঈদগাহ ময়দানের মেহরাবের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন এবং স্থানীয় মসজিদের ইমাম সাহেব দোয়া-মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর