মোহনগঞ্জ-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু

নেত্রকোনা প্রতিনিধি | ২৪ জুন ২০২২, ০০:৫৯

৫ দিন পর মোহনগঞ্জ থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে-ছবি: সময় ট্রিবিউন

পাহাড়ি ঢলে নেত্রকোনার বারহাট্টায় রেললাইনের ময়মনসিংহ-ঢাকা রেলপথে একটি সেতু ভেঙে বন্ধ থাকার ৫ দিন পর মোহনগঞ্জ থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা রেলস্টেশনের মাস্টার গোলাম রাব্বানি।

তিনি বলেন, রেলসেতুটি মেরামতের বুধবার পরীক্ষামূলকভাবে একটি রেকার ট্রেন ও ইঞ্জিন চলাচল করে। আজ সকালে মোহনগঞ্জে আটকা পড়া ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি সকালে ছেড়ে আসে। আজ থেকে এ পথে যথারীতি ট্রেন চলাচল করবে।

এর আগে গত ১৮ জুন সকালে বারহাট্টা উপজেলার অতীতপুর রেলস্টেশনের কাছে ইসলামপুর এলাকায় ২৩ নম্বর রেলব্রিজটি বন্যার পানির স্রোতে ভেঙে যায়। ফলে মোহনগঞ্জ থেকে ময়মনসিংহ-ঢাকা রেলপথে যাতায়াত বন্ধ হয়ে যায়।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর