সিলেট জেলার সীমান্তবর্তী জৈন্তাপুর, সারীঘাট এলাকাসহ বিভিন্ন এলাকায় বন্যার্ত ২০০০ এরও বেশি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে বাংলাদেশ ছাত্রলীগ।
কেন্দ্রীয় ছাত্রলীগের উদ্যোগে টানা তিনদিনে সিলেটের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ২০০০ এরও বেশি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজকে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ত্রাণ টিমের সার্বিক তত্ত্বাবধায়ক বাংলাদেশ ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইমরান জমাদ্দার,সহ-সভাপতি তৌহিদুল ইসলাম চৌধুরী, তিলোত্তমা সিকদার, সাংগঠনিক সম্পাদক বরিকুল ইসলাম বাধন,ধর্ম সম্পাদক তুহিন রেজা, উপ-সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
ইমরান জমাদ্দার বলেন,"আগামী কয়েক দিন আমাদের এই কর্মসূচি চলবে।আগামীকাল আমরা সিলেটের প্রত্যন্ত অঞ্চল এবং আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ কার্যক্রম পরিচালনা করবো।দেশের অন্যান্য বন্যার্ত জেলা গুলোতেও আমাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত আছে।'
আপনার মূল্যবান মতামত দিন: