জামালপুরে গত ২৪ ঘন্টায় জামালপুরে যমুনা নদীর পানি ৯সে,মিটার বেড়ে বিপদসীমার ৫৪সে, মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ।
উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে জামালপুরের নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায়, নতুন করে আরো বেশ এলাকা পানি বন্দি হয়ে পরেছে। দেখা দিয়েছে খাদ্যও বিশুদ্ধ পানির সংকট।
মঙ্গলবার(২১জুন) সকালে জামালপুরে যমুনা ও ব্রহ্মপুত্র নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থেকে যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্ট ৫৪সেন্টিমিটার উপর প্রবাহিত হচ্ছে। জেলার ইসলামপুর,দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ,মেলান্দহ, সরিষাবাড়ি ও বকশীগঞ্জে বন্যার পানি বৃদ্ধির ফলে ছয় উপজেলায় ৩১টি ইউনিয়নে পানি প্রবেশ করায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ।
এছাড়াও মাদারগঞ্জ উপজেলার পৌরএলাকায় একটি কাচা সড়ক পানির তুরে ধসে গিয়ে বেশ কিছুএলাকা প্লাবিত হয়েছে। জেলায় পানি বন্দি হয়ে পরেছে প্রায় ৮৫হাজার মানুষ। বন্যার পানিতে তলিয়ে গেছে ১২শত হেক্টর ফসলের মাঠ, গোচারণভুমি, ডুবে গেছে কাঁচা পাকা সড়ক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।বন্ধ হয়ে গেছে। এছাড়াও ভাঙ্গনের কবলে পরে ২০টি বসতবাড়ি নদীগর্ভে বিলিন হয়ে গেছে।
জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মো, আলমগীর হোসেন জানিয়েছেন,বন্যা দুর্গতদের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি উপজেলায় ৫০মে.টন চাল ও নগদ ১লাখ টাকা বরাদ্দ দেওয়া আছে । দুর্যোগ মোকাবিলা ১০৩টি আশ্রয় কেন্দ্র ও ৮০টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।এরই মধ্য ৪০টি পরিবার আশ্রয় কেন্দ্রে উঠেছে। বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: