সিলেট-সুনামগঞ্জে বন্যাদুর্গতদের উদ্ধার ও ত্রাণ বিতরণ করছে কোস্টগার্ড

সিলেট প্রতিনিধি | ২১ জুন ২০২২, ০৯:৪৭

সংগৃহীত

সিলেট ও সুনামগঞ্জের বন্যাদূর্গতদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিচ্ছে কোস্টগার্ড সদস্যরা। এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে কোস্টগার্ডের পক্ষ থেকে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে।

সোমবার (২০ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকেই এদেশের সমুদ্রসীমা এবং উপকূলীয় এলাকার অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি যে কোনো ধরনের প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় সিলেট সুনামগঞ্জে বন্যা কবলিত পানি বন্দীদের উদ্ধার ও সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি খাদ্য ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করছে কোস্টগার্ড। এছাড়াও পানি বন্দীদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে পৌছে দিচ্ছে কোস্ট গার্ডের ৯ টি নৌযানসহ একাধিক ডুবুরী দল।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর