বান্দরবানে জেলা পরিষদের উদ্যেগে কৃষকদের মাঝে চারা ও কৃষি যন্ত্রপাতি বিতরণ

বান্দরবান প্রতিনিধি | ২০ জুন ২০২২, ১০:৩০

সংগৃহীত

বান্দরবন পার্বত্য জেলার বিভিন্ন উপজেলার নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে এবং জেলার কৃষক সমবায় সমিতির মাঝে ফলদ চারা ও কৃষি যন্ত্রপাতি পাওয়ার টিলার মেশিন বিতরণ করা হয়েছে।

রবিবার (১৯ জুন) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময়  জেলা ও উপজেলার ১০০জন চাষীদের মাঝে বিভিন্ন রকমের ফলের চারা, ১১টি ফুট স্প্রে মেশিন এবং বিভিন্ন কৃষক সমবায় সমিতিকে ১৩টি পাওয়ায় টিলার মেশিনসহ ২৫টি গরুর বাচুর বিতরণ করেন প্রধান অতিথি।

এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, নিবার্হী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.রফিকুল ইসলামসহ সরকারী বেসরকারী কর্মকর্তা এবং জেলা উপজেলার বিভিন্ন চাষীরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর