শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বন্যার পানিতে নিখোঁজ এক কৃষক ও রাজমিস্ত্রির লাশ উদ্ধার করা হয়েছে।
ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভূইয়া জানান, শনিবার সকাল ৬টার দিকে উপজেলার পৃথক স্থান থেকে এ দুইজনের লাশ উদ্ধার করা হয়।
এরা হলেন-ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের নফজ উদ্দিনের ছেলে কৃষক আশরাফ আলী (৬০) ও ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামের শেখ কাদের আলীর ছেলে রাজমিস্ত্রী আবুল কালাম (৩৩)।
সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য রকিব বাদশা জানান, শুক্রবার বিকাল ৫টার দিকে আশরাফ অসাবধানতায় বন্যার পানিতে ভেসে যান। শনিবার সকাল ৬টার দিকে বৈরাগীপাড়া গ্রামের শেষপ্রান্তে পানিতে তার লাশ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।
অন্যদিকে বিকাল সাড়ে ৫টার দিকে রাজমিস্ত্রি আবুল কালাম হাঁস ধরতে গিয়ে বন্যার পানিতে ভেসে নিখোঁজ হন।
সকালে বাগেরভিটা এলাকার বিলের পানিতে আত্মীয়-স্বজনরা তার লাশ ভাসতে দেখে তা উদ্ধার করে বলে ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান।
ওসি বলেন, শুক্রবার দুর্ঘটনার খবর পেয়ে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালায় ফায়ার সার্ভিস। কিন্তু রাত ৮টা পর্যন্ত তাদের হদিস না মেলায় উদ্ধার কাজ স্থগিত করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
আপনার মূল্যবান মতামত দিন: