সোবহান গানের টানে, গলায় তুলেন সুর

শফিকুল ইসলাম, পিরোজপুর | ১৫ জুন ২০২২, ০৪:২০

সংগৃহীত

কতজন ভালবেসে লিখেছেন গান আবার ভালবেসে গলায় সুর তুলেছেন গানের। সে হিসাব না থাকলে প্রায়ই খোঁজ মেলে গানের মানুষের। যাঁরা গান গেয়ে মানুষের ভালবাসা কুড়িয়েছেন।

তেমনই একজন এ এস আই সোবহান। বাংলাদেশ পুলিশে কর্মরত থাকলেও গান গাওয়ার জন্য করেছেন সাধনা অবশেষে রপ্ত করে নিয়েছেন সুর, তাল ও সংগীত। এখন সুযোগ পেলেই গানের সুর তোলেন গলায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন সেই গান। মাঝেমধ্যে স্টেজ পারফর্ম করেন। এভাবে এখন জনপ্রিয় কন্ঠ শিল্পী হয়ে উঠেছেন তিনি। 

সৎ, কর্মঠ,সংস্কৃতিবান এই পুলিশ অফিসার গানের মাধ্যমে জনসাধারণের সচেতনতা বৃদ্ধিতেও কাজ করছেন। 

বরিশাল জেলার আগৈলঝড়া থানার মধ্যেশিহিপাশা গ্রামে সম্রাম্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি । 

বর্তমানে পিরোজপুর জেলায় দ্বায়িত্বরত। ২৭ বছরের কর্ম জীবনে আছে অনেক অর্জন।সেই সাথে মানুষের ভালবাসা কুড়িয়েছেন গান গেয়ে। 

এ এস আই সোবহান জানান,

বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান স্যার এর অনুপ্রেরণায় গান গাওয়া শুরু করেছিলাম, এখন গানের প্রতি মায়া জন্মে গেছে। তাই সময় হলেই সুর তুলি কন্ঠে এবং 

 আমার গাওয়া গান গুলো ইউটিউব (A S I Sobahan) ও ফেইসবুকে শেয়ার করি।

তিনি ইতিমধ্যে কয়েকটি গানের মিউজিক ভিডিও তৈরি করেছেন এবং দর্শক শ্রোতাদের ভালবাসায় ও উর্ধতন পুলিশ কর্মকর্তাদের উৎসাহে গানের জগৎ এ এগিয়ে যাচ্ছেন এ এস আই সোবহান। সকলের ভালবাসা ও দোয়ায় এগিয়ে যেতে চান বহুদূর। 

 

https://youtube.com/channel/UCH37kJZ-VGtd8LXkS-kUotQ

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর