মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল (বিজেপি) দুই নেতা কটুক্তি করার প্রতিবাদে কিশোরগঞ্জের তাড়াইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুন সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে সকল শ্রেণী-পেশার ধর্মপ্রাণ মুসলমানগণ প্রতিবাদের বিভিন্ন শ্লোগানের মাধ্যমে উপজেলা সদরে অবস্থিত তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জমায়েত হয়।
তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল (বিজেপি) দুই নেতার (সাময়িক বহিস্কৃত) কটুক্তির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
প্রতিবাদ সভায় বক্তাগণ বলেন, ভারতের ক্ষমতাসীন দল (বিজেপি) দুই নেতাকে সাময়িক বহিস্কার করে পার পাওয়া যাবে না। এই দুই কুলাঙ্গারকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে। কারণ মুসলমানদের কলিজার ঠুকরো হচ্ছে মহানবী হজরত মুহাম্মাদ (সা.)।
আপনার মূল্যবান মতামত দিন: