সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলায় বসবাসরত ক্ষুদ্রজাতি গোষ্টিদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার ধাইড়পাড়া একাডেমি সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মিঃ জুয়েল আরেং।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বিশেষ এলাকার জন্য সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র জাতি গোষ্ঠীর ৫০ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ এবং উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ৪ শত টাকা, মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ জনকে ৬ হাজার ও কলেজ পড়ুয়া ২৫ জন শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ৬ শত টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এডুয়াট নাপাক, সাধারণ সম্পাদক এক্সিভিশন বনোয়ারী, ধোবাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মুকুল, আনোয়ার হোসেন খান,ধোবাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন খান দিনার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান ঈমান, দলিল লেখক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: