পাইকগাছায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় ভর্তুকিমূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে চাষীদের মাঝে পাওয়ার প্রেসার (ডিজিটাল) বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো: আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা পলাশ কান্তি রায়, উত্তরণ ইঞ্জিনিয়ারিং সেলস এক্সিটিভেটিভ মোঃ মনির হোসেন, চাষী মৃত্যুঞ্জয় মন্ডল প্রমূখ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এটি উত্তরণ ইঞ্জিনিয়ারিং সরবরাহকারী প্রতিষ্ঠান। চাষীগণের মাঝে ৫০% ভর্তুকিতে বিতরণ করা হয়। এর মাধ্যমে ১ঘন্টা সময়ে ৪ বিঘা জমি অর্থাৎ ৮০-১শ মণ ধান মাড়ায় করা যায়। ফলে শ্রমিক ও মাড়াই খরচ কম হওয়ার পাশাপাশি অল্প সময়ে ধান সংগ্রহ করা সম্ভব হয়।
আপনার মূল্যবান মতামত দিন: