পাইকগাছায় দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প অবহিত কর্মশালা

পাইকগাছা প্রতিনিধি | ১০ জুন ২০২২, ০১:৩০

সংগৃহীত

পাইকগাছা উপজেলা মিলনায়তনে বৃহস্পতিবার সকাল ১০ টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের তত্বাবধানে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) দিনব্যাপী প্রকল্প অবহিত কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রকল্পটি দরিদ্র মহিলাদের কর্মসংস্থানের এবং মহিলাদের অর্থনৈতিক সহায়তার মাধ্যমে মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে জানা যায় । পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সচিব পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের এনডিসি মোঃ মশিউর রহমান। 

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজীবুল ইসলামের পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহাপরিচালক বিআরডিবি এস এম মাসুদুর রহমান,উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপ পরিচালক বিআরবিডি এ কে এম আশরাফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী। এসময় ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, জিয়াদুল ইসলাম জিয়া,রিপন কুমার মন্ডল, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.বিষ্ণ পদ বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম,মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান,প্রধান শিক্ষক রহিমা ইসলাম শম্মা, মোঃ বদিউজ্জামান সরদার,সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা চিন্ময় মন্ডল সহ কর্মশালার সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর