পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদ্রাসা ছাত্র আবু তালহা(০৮) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার(৮জুন) সকালে উপজেলার নদমূলা শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এতে উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন। এ সময় বক্তাব্য রাখেন ভান্ডারিয়া বন্দর নূরানী তালিমুল কুরআন মাদ্রাসার সভাপিত মোঃ বাদশা জোমাদ্দার, মুক্তিযোদ্ধা আঃ মান্নান হাওলাদার,শিক্ষক মাহমুদুল হক, মাওলানা জাকারিয়া আল ফরিদ, মুফতি আবু হানিফ, ব্যবসায়ী সজিব তালুকদার প্রমুখ।
বক্তারা এসময়ে মাদ্রাসা ছাত্র আবু তালহা হত্যার বিচারের দাবি জানান।
উল্লেখ্য গত শুক্রবার(৩জুন) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কের ব্রাক অফিস সংলগ্ন নতুন রাস্তায় মোটরসাইকেল চাপায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়। এসময়ে মোটরসাইকেল চালক সাজিদ ইশরাক স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়।
শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।
তালহা ভান্ডারিয়া বন্দর নূরানী তালিমুল কুরআন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।
এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি বলে জানিয়েছেন ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান বিশ্বাস।
আপনার মূল্যবান মতামত দিন: