কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় ফরিদপুর জেলার তিন হাজার নারীকে স্বাস্থ্য সেবা প্রদানের পাশাপাশি স্বাস্থ্য সেবা সামগ্রী প্রদান করেছে মহিলা বিষয়ক অধিদপ্তর।
রোববার দুপুরে শহরের অম্বিকা হলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সহায়তায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে হেল্থ ক্যাম্পের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মাশউদা হোসেনের সভাপতিত্বে পৌর মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়ার আহমেদ আরিফ, উপজেলা চেয়ারম্যান আ. রাজ্জাক মোল্লা প্রমূখ বক্তব্য রাখেন।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: