সুন্দরবনের কোলঘেঁষা কালীগঙ্গা, বলেশ্বর, দামোদর, সন্ধ্যা, কচা নদী বিধৌত প্রাকৃতিক সবুজের লীলাভূমি পিরোজপুর জেলা।
ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও বিভিন্ন বৈশিষ্ট্যর জন্য সুপরিচিত এই অঞ্চল। দেশ বরেণ্য বহু গুণীজনের জন্ম হয়েছে এ জেলায়।
বৈচিত্র্যে ভরপুর পিরোজপুর জেলার পলি মাটির ঊর্বরা ক্ষেত শ্যামল সবুজ শষ্য মাঠ ভরা, মৎস্য, কৃষি, ফল সম্পদে ভরপুর।
সেই পিরোজপুর জেলাকে নিয়ে রচিত হয়েছে ' আমার জেলা পিরোজপুর ' শিরোনামে একটি
গান। সুরে সুরে ফুটিয়ে তোলা হয়েছে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সৌন্দর্য্যর।
যে গানের মাধ্যমে পিরোজপুর জেলাকে নতুন করে জানবে পুরো বাংলাদেশ।
ইতিমধ্যে শেষ হয়েছে গানের রেকর্ডিং ও ভিডিও নির্মান কাজ। আগামীকাল ৫ জুন (রোববার ) গানটির মোড়ক উন্মোচন করা হবে। এজন্য পিরোজপুরের টাউন ক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চে কনসার্ট আয়োজন করেছে রাজত্ব ব্যান্ড। এ অনুষ্ঠানে অংশ নিবে এ সময়ের জনপ্রিয় কন্ঠ শিল্পী রাজিব শাহ ও দোলা।
গানটিতে কন্ঠ দিয়েছেন চ্যানেল আই ক্ষুদে গানরাজ ও সেরাকন্ঠের মাধ্যমে পরিচিত পাওয়া মুহাম্মদ ইমরান। তাঁর বাড়িও পিরোজপুর জেলায়।
কন্ঠ শিল্পী ইমরান জানান, দীর্ঘ পাঁচ বছর বিদেশে ছিলাম, সেখানে বড্ড মিস করেছি জন্মভূমিকে। দেশের প্রতি সেই ভালবাসার উপলব্ধি থেকেই নিজ জেলাকে নিয়ে লেখা গানে কন্ঠ দিয়েছি। যা সবার হ্দয়ে জায়গা করে নিবে আশা করি।
পিরোজপুর জেলাকে নিয়ে গানটির কথা লিখেছেন ও সুর করেছেন আরেক তরুণ কন্ঠ শিল্পী এমডি রাহাত। তিনি বলেন, বেশ কয়েক বছর ধরে নিজে গান লিখছি ও সুর করছি। তবে নিজ জেলাকে নিয়ে এইবারেই প্রথম লেখা৷ চেষ্টা করেছি পিরোজপুরকে সবার কাছে নতুন করে পরিচয় করিয়ে দিতে। আশা করি সবার ভালো লাগবে গানটি।
গানটির মিউজিক কম্পোজিশন করেছেন বাংলাদেশের জনপ্রিয় কন্ঠ শিল্পী হৃদয় জেজে।
গানটির প্রযোজক জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন জসিম জানান, পিরোজপুরের দর্শনীয় স্থান গুলোতে গানটির জন্য ভিডিও ধারণ করা হয়েছে। ইতিমধ্যে গানের ট্রেইলার বেশ সারা ফেলেছে। আশাকরি সবার পছন্দ হবে গানটি ।
গানটি নিয়ে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে স্থানীয় শিল্পীদের মাঝেও। আগামী ৫ জুন
MUHAMMAD IMRAN নামের ইউটিউব চ্যানেলে আসছে 'আমার জেলা পিরোজপুর' শিরোনামের গানটি।
আপনার মূল্যবান মতামত দিন: