মাদারীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর আছমত আলী খান স্টেডিয়াম মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। অনুর্ধ্ব ১৭ বালক ও বালিকা ফাইনাল খেলায় প্রথমে মাদারীপুর পৌরসভা বালিকা দল ৪- ০ গোলে রাজৈর উপজেলা বালিকা দল এবং পরে মাদারীপুর পৌরসভা বালক দল ১-০ গোলে সদর উপজেলা বালক দলকে পরাজিত করে দুটি খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাদারীপুর পৌরসভা।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।
মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিতে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এ. এন. এম. ওয়াসিম ফিরোজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাইনউদ্দিন, জেলা ক্রীড়া অফিসার মোঃ বকতিয়ার রহমান গাজী, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, খেলোয়ার, দর্শনার্থীসহ অনেকেই।
আপনার মূল্যবান মতামত দিন: