হাতিয়ায় ৩০ বছর পর ইউপি নির্বাচন: সহিংসতা এড়াতে মতবিনিময়

নোয়াখালী প্রতিনিধি | ৩ জুন ২০২২, ০৫:০৯

সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ও চানন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচন ৩০ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৫ জুন।

 সীমনা জটিলতার কারনে এতদিন নির্বাচন স্থগিত ছিলো এ দুটি ইউনিয়নে। নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে মতবিনিময় করছেন জেলা প্রশাসন, পুিলশ প্রশাসন ও নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার থানারহাট বাজার সংলগ্ন আয়েশা আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলন পুলিশ সুপার শহীদুল ইসলাম।

সভায় নির্বাচনী আচরন বিধি নিয়ে আলোচনা সহ যে কোন ধরনের সহিংসতা এড়াতে প্রশাসনের কঠোর অবস্থানের কথা জানানো হয়। 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর