ফরিদপুরের নগরকান্দায় প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালকের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন

ফরিদপুর প্রতিনিধি | ২ জুন ২০২২, ২১:৩৯

সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ ফিজনূর রহমান।

বুধবার উপজেলার কাইচাইল ইউনিয়নের কফাই বালিয়ায় সদ্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ইমাম রাজি টুলু, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এন এম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, প্রকৌশলী মোশাররফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির ও কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা খান প্রমুখ।

আশ্রয়ন প্রকল্প পরিদর্শন কালে উপকার ভোগীদের উদ্দেশ্যে পরিচালক ফিজনূর রহমান জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের উপহার হিসেবে জায়গা দিয়েছেন, পাকা ঘর দিয়েছেন, আপনারা আপনাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে একজন আদর্শ নাগরিক হিসেবে প্রধানমন্ত্রীকেও উপহার দিবেন।

এসময় তিনি উপস্থিত জনপ্রতিনিধি ও অভিভাবকদের উদ্দেশ্যে আরো বলেন, বর্তমান সরকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সর্বোচ্চ সুযোগ সুবিধা সহ ভালো বেতন দিচ্ছেন, অতএব আপনাদের সন্তানদের তারা ঠিকমত পাঠদান করছে কিনা সে দিকেও আপনারা লক্ষ্য রাখবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর