শেরপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি) সাহেলা আক্তারের সাথে সৌজন্য স্বাক্ষাতসহ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন শেরপুর রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।
১ জুন (বোধবার) দুপুরে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ে ওই সৌজন্য স্বাক্ষাত অনুষ্ঠিত হয়।
ঔ সময় শুভেচ্ছা বিনিময়ের পূর্বে শেরপুর রিপোর্টার্স ইউনিট'র নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।
শেরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মারুফুর রহমান মারুফের নেতৃত্বে সৌজন্য স্বাক্ষাতকালে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মো. এনামুল হক, সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো.ইসমাইল হোসেন, মো.আলমগীর হোসেন,মো.সুলতান হোসাইন,সাংগঠনিক সম্পাদক কাকন সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মো.শাহিনুর রহমান পনির, সহ-সাংগঠনিক সম্পাদক মো.ফজলুল করিম, কোষাধ্যক্ষ মনিরুজ্জমান মনির, ক্রীড়াও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন সোহাগ, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মো.রাজন মিয়া, নির্বাহী সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক, রিতেশ কর্মকার ও প্রভাষক, মো.মোক্তারুজ্জামান মুক্তা।
এসময় জেলা প্রশাসক সাহেলা আক্তার বলেন, সরকার দেশের মানুষের জন্য প্রতিনিয়ত উন্নয়ন মুলক কাজ করছে । আমরাও সরকারের অংশ তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আপনাদের লেখনির মাধ্যেমে সরকারের উন্নয়নের বার্তা সর্বস্তরের জনসাধারণের কাছে পৌছে যাবে।
এছাড়াও তিনি সকল ভালো কাজে সাংবাদিকদের পাশে থাকার কথা জানান।
উল্ল্যেখ্য,রাষ্ট্রপতির আদেশক্রমে জন-প্রশাসন মন্ত্রণালয়ের আলাদা দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) মো.মোমিনুর রশিদ কে শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব সাহেলা আক্তার কে শেরপুর নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়। তারই অংশ হিসেবে সায়েলা আক্তার জেলা প্রশাসক মো. মোমিনুর রশিদের স্থলাভিসিক্ত হলেন।

আপনার মূল্যবান মতামত দিন: