-2022-06-01-18-52-00.jpg)
অভিনব কায়দায় পাচারের উদ্দেশ্যে গুড়ের ভাড়ে রাখা ১৭ হাজার ৯৫২ পিচ ইয়াবা জব্দ করেছে বিজিবি। বুধবার দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তি উথলী গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো জব্দ করা হয়।
বিজিবি ৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর তসলিম মো. তারেক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দুপুর ১টার দিকে উথলী রেলস্টেশনের অদূরে অভিযান চালানো হয়। এসময় রাস্তার পাশের একটি ঝোপে তল্লাশী করে প্রাপ্ত তথ্যমতো একটি গুড়ের ভাড় পাওয়া যায়। গুড় ভর্তি ভাড়টি উদ্ধার করে তার মধ্যে ছোট ছোট ১৫টি টোপলায় ১৭ হাজার ৯৫২ পিচ ইয়াবা জব্দ করা হয়।
অতিরিক্ত পরিচালক আরো জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী ইয়াবাগুলো ঢাকায় পাচারের উদ্দেশ্যে ঘটনাস্থলে এনে রাখা হয়েছিলো।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: