পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মরাপশুর টহল ফাঁড়ির নন্দবালা এলাকা থেকে ৯বস্তা শুটকি মাছসহ ১ ব্যক্তিকে আটক করে বনবিভাগ।
সোমবার (৩০ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আসামী আভিয়ার (৩৫) নামে মোংলার বাসিন্দাকে আটক করে বনবিভাগ।
বনবিভাগ সুত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে ৯বস্তা শুটকি যার ওজন প্রায় সাড়ে চার মন ও একটি ফাইবার জালি বোটসহ আসামী আভিয়ার কে আটক করে বনবিভাগ।
আটক কৃত আভিয়ারকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চাঁদপাই স্টেশনে নিয়ে আসা হয়, পরে আজ মঙ্গলবার (৩১ মে) দুপুরে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
চাঁদপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান ও বন বিভাগ প্রতিনিধি মিজানুর রহমান বলেন, সুন্দরবন ও সুন্দরবনের বন্যপ্রাণী মৎস্যসম্পদ রক্ষায় তাদের এই সকল অভিযান অব্যাহত আছে ও ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মূল্যবান মতামত দিন: