পিরোজপুরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান শুরু

পিরোজপুর প্রতিনিধি | ৩১ মে ২০২২, ০৮:১৮

সংগৃহীত

পিরোজপুরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়। 

সোমবার (৩০ মে) দুপুরে জেলা হাসপাতালের সামনে থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়কে অবস্থিত অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিন মিয়া ও মেডিকেল অফিসার ডাঃ ফারহানা রহমান। 

এসময় অপরিচ্ছন্নতার দায়ে নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারকে ২ হাজার টাকা জরিমান করা হয়েছে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিন মিয়া বলেন, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর