নোয়াখালীতে অস্ত্র ও হত্যা মামলার আসামী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি | ৩১ মে ২০২২, ০৮:০৬

সংগৃহীত

র‌্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন পৌর হাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ আশিক (২৯) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী , পৌর হাজীপুর মহাজন বাড়ির মৃত লুৎফুর রহমানের ছেলে। র‌্যাব সোমবার দুপুরে গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন। র‌্যাব জানান গ্রেফতারকৃত আসামী মোঃ আশিক (২৯) একজন অস্ত্রধারী সন্ত্রাসী।

সে এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্য কাজে বাধা প্রদান সহ বিভিন্ন ধর্তব্য অপরাধের সাথে জড়িত মর্মে জানা যায়। তা ছাড়াও বর্ণিত আসামীর বিরুদ্ধে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় অস্ত্র ও হত্যার একাধিক মামলা রেকর্ড আছে।

গ্রেফতারকৃত আসামী নোয়াখালী জেলার শীর্ষ সন্ত্রাসী সম্রাট ও খালাসী সমুণের খালাতো/ফুফাতো ভাই বলে জানা যায়। বর্ণিত আসামী গ্রেফতার এড়ানো ভয়ে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থানে পলাতক ছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর