লালমনিরহাটে ধান ক্ষেত থেকে অজগর সাপ আটক

লালমনিরহাট প্রতিনিধি | ২৯ মে ২০২২, ০৭:০৭

সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস পাগলার বাজার এলাকার ধান ক্ষেত থেকে একটি বিশাল অজগর সাপ আটক করেছে স্থানীয় কৃষকরা।

শনিবার (২৮ মে) দুপুরে উপজেলার নওদাবাস ইউনিয়নের মটেড় গোর পাগলার বাজার এলাকার একটি ধানক্ষেত থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়। সাপটি প্রায় ৮ফিট লম্বা বলে জানান স্থানীয়রা। 

এ বিষয়ে স্থানীয় যুবক নজরুল ইসলাম বলেন, শনিবার দুপুরে ওই এলাকার কৃষক হাবীবুর রহমান তার জমিতে ধান কাটাতে যান। এ সময় তিনি অজগর সাপটি দেখতে পান। পরে স্থানীয় আরও কয়েক জন কৃষক মিলে সাপটিকে উদ্ধার করেন তারা৷

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোতাহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে হেফাজতে রাখা হয়েছে৷ বন বিভাগের লোক গিয়ে সাপ নিয়ে বনে ছেড়ে দিবেন।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক সেখানে পুলিশ পাঠানো পাঠিয়ে সাপটি উদ্ধার করে হেফাজতে রাখা হয়েছে। বন বিভাগের লোকজনের সাথে কথা বলে সাপটিকে নিয়ে স্থানীয় শালবনে ছেড়ে দেয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর