গরম শুরু হওয়ার সাথে সাথে শুরু হয়েছে লোডশেডিং। ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে পড়েছে ফরিদপুরের চরভদ্রাসনের জনজীবন। সকাল হতে না হতেই সূর্যের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।
রমজান মাসে সময় গড়িয়ে দুপুর আসতে না আসতেই সেই দাবদাহ রীতিমত অসহনীয় হয়ে উঠছে। তাপমাত্রা বৃদ্ধি ও লোডশেডিং এর কারণে চরভদ্রাসনের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
সরেজমিনে গেলে ভূক্তভোগীরা জানান, রমজান আসার পর থেকেই উপজেলায় ব্যাপকভাবে লোডশেডিং শুরু হয়েছে।
লোডশেডিং এর যন্ত্রনা থেকে রক্ষা পাচ্ছেনা দীর্ঘ সময় তারাবিহ্ নামাজ পড়তে আসা মুসুল্লিরাও। নামাজের মধ্যে ঘনঘন লোডশেডিংয়ে নামাজিদের অসহ্য গরমের মধ্যেই নামাজ আদায় করতে হচ্ছে।
এছাড়া সেহেরী ও ইফতারের সময়টুকুও কাটাতে হচ্ছে মোমবাতি অথবা হ্যারিকেনের আলোতে। এ বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্বাভাবিক জীবনযাত্রাও চরমভাবে ব্যাহত হচ্ছে।
অন্যদিকে লোডশেডিংয়ের সাথে সাথে মশার উপদ্রবে উপজেলাবাসীর জনজীবন অসহ্য হয়ে পড়ছে।
অপরদিকে ঈদকে সামনে রেখে ঘনঘন লোডশেডিংয়ে ব্যাস্ততম বাজারের কাপড়ের দোকান ও নিত্য প্রয়োজনীয় দোকানসহ উপজেলার স'মিল, রাইসমিলসহ বিদ্যুৎ নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থা আরো করুণ হয়ে দাঁড়িয়েছে।
এদিকে, গরমের সাথে পাল্লা দিয়ে লোডশেডিং হওয়ার কারণে ক্ষতি গ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। অব্যাহত লোডশেডিং-এর কারণে তাদের পড়াশোনায় চরমভাবে বিঘ্ন ঘটছে।
উপজেলা সদরের স্থানীয় ব্যবসায়ী ও জনগনেরা অভিযোগ করে বলেন, উপজেলায় দিনে ও রাতে ব্যাপকভাবে ঘনঘন লোডশেডিং শুরু হয়েছে। এতে আমরা সময় মত কাস্টমারকে তার অর্ডারি মাল ডেলেভারি দিতে পারছিনা। এমনভাবে লোডশেডিং চলতে থাকলে আমাদের ব্যবসা-প্রতিষ্ঠান মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ হবে।
তারা আরো জানান, শুধু তাই নয় একটু জোরে বাতাস বইলেই সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে যায়। আবার কখনো কখনো বিদ্যুৎ আসে আর চলে যায়। এতে করে বাসা বাড়ির টিভি, ফ্রিজ, মটর, লাইটসহ অন্যান্য বৈদ্যুতিক ইলেকট্রনিক্স পণ্যগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাছারা শুনেছি বিদ্যুৎ বার বার আসা যাওয়া করলে স্বাভাবিক বিলের তুলনায় মিটারের রিডিংয়ের সাথে সাথে বিদ্যুৎ বিলও বাড়ে।
তারা আরো বলেন, সরকার যেখানে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করছেন সেখানে বিদ্যুতের এই ঘনঘন লোডশের্ডিং কেন? বিদ্যুতের এই লোডশেডিং সমস্যার দ্রুত সমাধান চায় উপজেলাবাসী।
এ বিষয়ে চরভদ্রাসন পল্লী বিদ্যুতের কর্মরত এলএমওয়ান আব্দুর রহমান জানান, এটা লোডশেডিং না। মাঝে মাঝে মেইন লাইনের কাজ করতে হয়, তখনই বিদ্যুৎ থাকেনা।
আপনার মূল্যবান মতামত দিন: