“স্বল্প পূজিতে, উন্নত ব্যবসা” এই স্লোগানতে সামনে নিয়ে ঠাকুরগাঁওয়ের নারী উদ্যোক্তা সূচি’র বর্ষপূর্তি উপলক্ষে ইফতার পার্টি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার শহরের একটি রেস্টুরেন্ট এ অনলাই নারী উদ্যোক্তা গ্রপ সূচি’র আয়োজনে ইফতার পার্টিতে শহরের প্রায় দেড় শতাধিক উদ্যোক্তা নারী অংশগ্রহন করেন।
১ম বর্ষপূর্তি উপলক্ষে এসময় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সফল নারী উদ্যোক্তা ও কারুপন্যের স্বত্তাধিকারী চন্দনা ঘোষ, নারী উদ্যোক্তা অনলাইন গ্রপ সূচি’র এডমিন রোজিনা আক্তার, গ্রপ মোডারেটর উম্মে কুলসুম রানী প্রমূখ।
নারী উদ্যোক্তাদের গ্রপ সূচি’র মাধ্যমে ঠাকুরগাঁও শহরের ক্ষুদ্র ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের অনলাইনের মাধ্যমে প্রশিক্ষন দেওয়া হয়। এছাড়াও নারী উদ্যোক্তারে তৈরি বিভিন্ন পন্য এই গ্রপ এর মাধ্যমে বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হয়। উদ্যোক্তারে সামনে এগিয়ে যেতে এই গ্রপটি বর্তমানে নানা কার্যক্রম গ্রহন করে থাকে। এই গ্রপ এর উদ্যেশ্য হচ্ছে স্বল্প পূজিতে, উন্নত ব্যবসা পরিচালনা করার নিয়ন সকলের মাঝে ছড়িয়ে দেওয়া।
আপনার মূল্যবান মতামত দিন: