বাগেরহাটে শততম গোপাল চাঁদ ঠাকুরের মেলায় হাজারো ভক্তের ঢল

মেহেদি হাসান নয়ন, বাগেরহাট প্রতিনিধি | ১৬ এপ্রিল ২০২২, ০৫:২৪

ছবিঃ সংগৃহীত

বাগেরহাটের মোড়েলগঞ্জে অনুষ্ঠিত শততম গোপাল চাঁদ বারুণী স্নানোৎসব ও মতুয়া মেলা হাজার হাজার ভক্তের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। মোড়েলগঞ্জের জিউধরা ইউনিয়নের লক্ষীখালী গ্রামের প্রায়াত শ্রী শী গোপাল চাঁদ ঠাকুর (গোপাল সাধু) ঠাকুরের আশ্রমে ৩দিন ব্যাপী জমে ওঠা মেলার বৃহস্পতিবার পূণ্য স্নানোৎসব ছিল। দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মতুয়া মতাদর্শের ভক্তরা স্নানোৎসব ও মেলায় অংশগ্রহণ করেন।

মেলায় সাধুদের এক একটি দল ঢাক-ঢোল, ডঙ্কা, বাঁশি, শঙ্খ, শিঙ্গা, এক তারা, দোতরাসহ বিভিন্ন বাদ্যযন্ত্র এবং নিশান নিয়ে হরিনামের মাতম তুলে সাধু বাড়িতে পৌঁছে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪, আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন। উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, থানার ওসি মো. সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, মেলাস্থল পরিদর্শন করেন। সভাপতিত্ব করেন গোপাল চাঁদ আশ্রমের গদিনশীন সেবাইত মতুয়া মহাসংয়ের সহাসচিব সাগর সাধু ঠাকুর।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর