বাগেরহাটে র‍্যাবের হাতে চোরচক্রের প্রধান মতি গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি | ৬ এপ্রিল ২০২২, ১২:২৪

ছবিঃ সংগৃহীত

বাগেরহাটে চোরচক্রের প্রধান মো. হিরন ডাকুয়া ওরফে মতিকে (৪২) গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার গভীর রাতে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের প্রধান মতিকে গ্রেফতারের পর সকালে ফকিরহাট থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত মতি বাগেরহাটের ফকিরহাট উপজেলার সুন্দরঘোনা গ্রামের রশিদ ডাকুয়ার ছেলে।

র‌্যাব-৬ জানায়, গত ১৫ জানুয়ারী ফকিরহাট উপজেলার খাজুরা গ্রাম থেকে রাতের আঁধারে এক কৃষকের ৬০ হাজার টাকা মূল্যের একটি গরু চুরি হয়। এঘটনার পর র‌্যাব-৬ ছায়া তদন্ত শুরু করে ও অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখে।

এই গরু চুরির মূলহোতা বাগেরহাটে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের প্রধান মতিকে গ্রেফতার করা হয়। মতি দীর্ঘদিন ধরে ডাকাতি, চুরি, ছিনতাই ও চাঁদাবাজির মাধ্যমে এলাকায় ত্রাস সৃষ্টি করেছে।

মতির নামে বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, ছিনতাই ও চাঁদাবাজির একধিক মামলা রয়েছে বলে জানায় র‌্যাব । 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর