সেচের পানি না পেয়ে কৃষকের আত্মহত্যা

রাজশাহী প্রতিনিধি | ২৭ মার্চ ২০২২, ০০:৫২

ধানক্ষেত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জমিতে সেচের পানি না পেয়ে বিষপান করে মারা যাওয়া কৃষক অভিনাথ মারান্ডির পর মারা গেছেন তার চাচাতো বড়ো ভাই রবি মারান্ডি (৩২)। 

শুক্রবার (২৫ মার্চ) রাত আটটার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ দুই কৃষকের বাড়ি গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের নিমঘুটু গ্রামে। এর আগে গত বুধবার (২৪ মার্চ) একই দিন বিষপান করেন দুই ভাই।

স্থানীয়রা জানান, অভিনাথ মারান্ডি ও রবি মারান্ডি দুজনেই বোরো ধান চাষ করেছিলেন। কিন্তু ১২ দিন ধরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপে ঘুরলেও তারা সেচের পানি পাচ্ছিলেন না। এই ক্ষোভে গত বুধবার সন্ধ্যার আগে গভীর নলকূপের সামনেই দুজনে বিষপান করেন। এতে গ্রামেই অভিনাথের মৃত্যু হয়। 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর