গোলাম রাব্বানীর ওপর হামলা: গ্রেফতার ২

সময় ট্রিবিউন | ২৯ ডিসেম্বর ২০২১, ০২:২৮

ছবিঃ সংগৃহীত

মাদারীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ওপর হামলার ঘটনায় নবনির্বাচিত চেয়ারম্যান মোশারফ মোল্লার নাম বাদ দিয়ে মামলা নিয়েছে রাজৈর থানা পুলিশ। পরে মামলায় প্রধান আসামি চেয়ারম্যানের ছেলে সোহেল মোল্লাসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের গ্যাংকান্দি শাখারপাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হোসেন।

রাজৈর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বলেন, ‘সোমবার রাতে মামলাটি দায়ের হলে তখন থেকেই আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়। নামীয় আসামিদের গ্রেপ্তারে রাতভর অভিযোগ চালিয়ে মঙ্গলবার ভোরে ইশিবপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানের ছেলে ও মামলার প্রধান আসামি সোহেল মোল্লা ও একই এলাকার ছালাম হাওলাদারের ছেলে জহিরুল মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।’



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর