ফরিদপুরের মধুখালীর জাহাপুর ইউনিয়নে অবস্থিত দাঁড়ির পাড় ইসলামিয়া মাদ্রাসার নানা দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। সোমবার দুপুরে মাদ্রাসার সামনের রাস্তায় এ মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধন চলাকালে স্থানীয়রা অভিযোগ করে বলেন, মাদ্রাসার কতিপয় কর্মকর্তা তাদের আত্বীয় স্বজদের অবৈধভাবে নিয়োগ দিয়ে পারিবারিক প্রতিষ্ঠানে রুপান্তরিত করেছে। তাছাড়া মাদ্রাসাটিতে নানা অনিয়ম হবার কারনে শিক্ষার কোন পরিবেশ নেই। অবিলম্বে মাদ্রাসার অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়।
মানববন্ধনে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য, দাতা সদস্য, অভিভাবকবৃন্দ ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: