বাবুই পাখির বাসায় আগুন: পুড়ে মরল ৩৩ ছানা

সময় ট্রিবিউন | ১১ এপ্রিল ২০২১, ০২:৩৪

শুক্রবার দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার ভৌরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামে ক্ষেতের পাকা ধান খাওয়ায় দায়ে আগুন দিয়ে ৩৩টি বাবুই পাখির বাচ্চা পুড়িয়ে মারে এক কৃষক। ছবি: সংগৃহীত

ক্ষেতের পাকা ধান খাওয়ায় দায়ে বাসায় আগুন দিয়ে ৩৩টি বাবুই পাখির বাচ্চা পুড়িয়ে মেরেছে এক কৃষক। বিষয়টি জানাজানির পর জানাজানির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। তবে এ ঘটনায় ক্ষমা চেয়েছেন ওই কৃষক।

ঘটনাটি শুক্রবার দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার ভৌরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামে ঘটে।

এলাকাবাসী জানায়, ওই গ্রামের কৃষক জালাল সিকদারের মাঠের ধান পাকতে শুরু করেছে। আর ধান ক্ষেতের কাছেই একটি তালগাছে অসংখ্য বাবুই পাখি বাসা বেঁধেছে। প্রত্যেকটি বাসায় অনেকগুলো করে ছানা ফুটেছে। কিন্তু ক্ষেতের ধান খাওয়ার অপরাধে বাবই পাখিগুলোকে তাড়াতে শুক্রবার দুপুরে লম্বা একটি বাঁশের মাথায় আগুন লাগিয়ে বাসা পুড়িয়ে দেন কৃষক জালাল সিকদার।

এতে আগুনে পুড়ে বাসা থেকে গাছের নিচে পড়ে যায় ৩০টিরও বেশি মরা বাবুই পাখির ছানা। শনিবার (১০ এপ্রিল) সকালে এলাকার তরুণরা মরা ছানাগুলোর ছবি তুলে ফেসবুকে প্রকাশ করলে বিষয়টি জানাজানি হয়।

এ নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করলেও এ ঘটনাকে নিছক ভুল দাবি করে কৃষকের পরিবারের লোকজন ক্ষমা চান। আর ঘটনাস্থলে সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত কৃষক পালিয়ে যান।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর