নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের কুল্লাগড়ারামকৃষ্ণ আশ্রমে কুমারি পূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ১১ টায় এই পূজা অনুষ্ঠিত হয়।এবারের পূজায় শুভশক্তির বিকাশ ও অশুভ শক্তির বিনাশের কামনা করা হয়েছে।
এবার কুমারি পূজার আসনে বসে উর্মি সাহা। তার বয়স ৯ বছর। সে কুল্লাগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, যে ত্রিশক্তিতে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি-স্থিতি ও লয়ের চক্রে আবর্তিত হচ্ছে, সেই শক্তি কুমারিতে বীজ আকারে আছে। এই বিশ্বাসেই সনাতন ধর্মের মানুষ কুমারিকে দেবী দুর্গা হিসেবে আরাধনা করেন । বলা হয়, মানববন্দনা, নারীর সম্মান ও মর্যাদার প্রতিষ্ঠা এবং ঈশ্বরের আরাধনাই কুমারি পূজার শিক্ষা।
এ ব্যাপারে রামকৃষ্ণ আশ্রমের সাধারন সম্পাদক প্রভাত সাহা জানান, প্রতিষ্টাকালীন সময় থেকে মহাধুমধামে দূর্গাপূজার নবমী তিথিতে কুমারি পূজা চালু করেছিলেন স্বামী সুখাত্মানন্দজী মহারাজ। সেই থেকে আশ্রমে কুমারি পূজা হয়ে আসছে। প্রতি বছরের ন্যায় এ বছরও মহা নবমীতে কুমারি পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে কুমারি পূজায় অসংখ্যক ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।
দুর্গাপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ সাহা বলেন, দুর্গাপুরে পৌর এলাকার কুল্লাগড়া রামকৃষ্ণ আশ্রমে কুমারি পূজা অনুষ্ঠিত হয়েছে। এবার দুর্গাপুর উপজেলায় ৬১ টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। নানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জেলায় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
পূজা শেষে আশ্রমের পক্ষ থেকে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: