মেয়াদোত্তীর্ণ হিমায়িত পচা মাংস রান্না হয় ঢাকার এই ২৬৮টি হোটেলে

সময় ট্রিবিউন | ২৩ জুন ২০২১, ০১:১৭

ছবি : ইন্টারনেট

ঢাকাতে পচা বাসী খাবার খাওয়ানো হয় এটা বহু বছর থেকে শুনে এসেছে ঢাকাবাসী তবে এবার এক সাথে এতগুলো যায়গাতে রান্না হয় , তা বুজি প্রথম শুনলেন দেশবাসী । নিন্ম লিখিত হোটেল গুলতে নিয়মত পচা মাংস রান্না হয় এবং বিক্রি হয় দেদারছে । 

পল্টনের বিজয় ৭১ হোটেল, উত্তরার জোনাকি রেস্টুরেন্ট, ধানমণ্ডি-কাচা লংকা, স্প্রিং অনিয়ন, ক্যাফে ঝিল, খুশবু বিরিয়ানি, ক্যাফে-৫২, ক্যাফে নাম্বার-১, আনন্দ রেস্টুরেন্ট, আল মুসলিম হোটেল, খাজা কাবাব, ঢাকা বিশ্ববিদ্যালয়-বঙ্গবন্ধু হল, মুহসীন হল, এফ রহমান হল, রাজধানীর একটি পাঁচতারকা হোটেল, ধানমণ্ডির হোটেল খাবার, মগবাজারের আমিনা রেস্টুরেন্ট, নিকুঞ্জের মক্কা বিরিয়ানি, খিলগাঁওয়ের কুমিল্লা হোটেল, নয়াটোলার জিয়া হোটেল, বিমানবন্দর হজ ক্যাম্পের মদিনা হোটেল, কুড়িলের দারুচিনি, মালিবাগের মীম বিরিয়ানি, ওয়ান স্টপ ফুড, শাহ আলী তেহারি, ঘোষ বিরিয়ানি, বাড্ডা কাবাব, গোল্ডেন গেট, ওয়াটার গার্ডেন, এম এম মাংস বিতান, সততা মাংস বিতান, ভাই ভাই ট্রেডার্স, ফকিরাপুলের বিসমিল্লাহ হোটেল, পল্টনের আকাশ হোটেল, শুদ্ধ রেস্টুরেন্ট, মিরাজ বিরিয়ানি, মৌটুসী হোটেল, আজমপুরের আবুল হোটেল, কক্সবাজার রেস্টুরেন্ট, কদমতলীর মায়ের দোয়া হোটেল।

এছাড়াও রয়েছে সোনালী হোটেল, বায়েজিদ হোটেল, মদিনা হোটেল, মা-আমিনা হোটেল, খাজা কাবাব, ঊর্মি বিরিয়ানি, তাজমহল কাবাব, মোগল দরবার, বিসমিল্লাহ বিরিয়ানি, ভাই ভাই ট্রেডার্স, আল-হালাল মিট, আল মুসলিম হোটেল, আজাদ বিরিয়ানি, কর্ণফুলী রেস্টুরেন্ট, ওয়ান স্টপ ফুড, তিন কন্যা খাবার হোটেল, সাগর হোটেল, হায়দরাবাদ বিরিয়ানি, লালবাগ বিরিয়ানি, শাহীন মাংস বিতান, লাটমিয়া মাংস বিতান, ডিপেন্ড ট্রেডার্স, ঘরোয়া হোটেল, চায়না পার্ক রেস্টুরেন্ট, ভাগ্যকূল হোটেল, হ্যালো চিকেন, অপূর্ব হোটেল, এ আর সুপারশপ, বরিশাল হোটেল, ক্যাফে গ্র্যান্ড অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ চিকেন, রয়েল বিরিয়ানি, সিটি ক্যাফে, কর্ণফুলী রেস্টুরেন্ট, গুলশান বিরিয়ানি, চট্টগ্রামের শামীম স্টোর, হোটেল কস্তুরী, পাতিল রেস্টুরেন্ট, কাশেম হোটেল, আহমদিয়া হোটেল, মোহাম্মদীয়া হোটেল, ক্যাফসিকেফ ফুড, আল নূর রেস্টুরেন্ট, মা হোটেল, জাহাঙ্গীর গোস্ত বিতান, সজীব মাংস বিতান, ফ্রেন্ডস-৩৩, আনন্দ রেস্টুরেন্ট, শাহজাহান কসাই, আমন্ত্রণ বিরিয়ানি, এম এম এন্টারপ্রাইজ, এআর রহমান হোটেল, সিজারস রেস্টুরেন্ট, চট্টগ্রামের টেন-১১, চট্টগ্রামের কলাপাতা, চট্টগ্রামের মা হোটেল ও মোতাহার হোটেল প্রভৃতি। 

দীর্ঘ দিনের অনুসন্ধানের শেষে শীর্ষ দৈনিক (দৈনিক সমকালের অনুসন্ধানে বেরিয়ে এসেছে মেয়াদোত্তীর্ণ হিমায়িত মাংস আমদানিকারক প্রতিষ্ঠান থেকে যারা নিয়মিত মাংস কিনত তাদের মধ্যে রয়েছে এই ২৬৮টি হোটেল ও রেস্টুরেন্ট।)

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর