'রাজ চলে গেলো রাজের মতো'

বিনোদন ডেস্ক: | ১৩ জুন ২০২৩, ০৬:৪৮

সংগৃহীত ছবি

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরীফুল রাজ সব রাগ-অভিমান ভুলে এক হতে চলছেন এমন সংবাদে আনন্দিত হয়েছিলেন ভক্ত-অনুরাগীরা।

কিন্তু পরী ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে সেই কথা ভুল প্রমাণ করে স্ট্যাটাস দিয়েছেন।

পরীমণি তার স্ট্যাটাসে লেখেন, আপনাদের মধ্যে অনেকের মতো আমিও খুশি হয়ে যাই খবরের এসব শিরোনাম দেখে! সব ভুলে আবার এক হলেন। কিন্তু সব কি আর সবসময় এক হয়? আমরা ১০ তারিখটা (যেটি আমাদের জীবনের অনেক স্পেশাল দিন। আমাদের বাচ্চার পৃথিবীতে আসার দিন এটি) সেলিব্রেট করেছি মাত্র। আগামী দিনেও করবো। যেখানে আমরা জীবনের অন্য কোনো ইস্যু টানবো না।

পরী আরও লেখেন, ৯ তারিখ রাতে নানাভাই ঢাকায় আসেন। তারপর এই আয়োজন, সবাই মিলে। শুধু নানাভাই রয়ে গেলেন আমার কাছে। আর, রাজ চলে গেলো রাজের মতো। আশা করি এটা এখানেই শেষ হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর