উদ্যোক্তা শব্দটির সাথে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। ক্রেতা বিক্রেতা সকলেই এই শব্দটির সাথে পরিচিত। উদ্যোক্তাদের থাকে পথচলার নানা গল্প। সেই পথচলার গল্প শুনিয়েছেন ফ্যাশন কুটিরের সত্বাধিকারী শাম্মি আক্তার জারা।
বন্ধু আর স্বামীর অনুপ্রেরণায় উদ্যোক্তা হয়েছেন জারা। শুরুতে পথচলাটা সহজ না থাকলে স্বামীর অনুপ্রেরণা তার কাজকে সহজ করে তোলে ও অনুপ্রেরণা যোগায়। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছে যারা। ঢাকার ওয়ারীতে বড় হওয়া জারা ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতেন নিজে কিছু করার। তার এই স্বপ্ন থেকেই জারার ফ্যাশন কুটিরের পথচলা।
জারার ফ্যাশন কুটির পাওয়া যায় মেয়েদের সব ধরনের পোশাক সব দেশী-বিদেশী ব্যাগ সহ নানা ডিজাইনের উন্নতমানের ব্যাগ। ফেসবুক গ্রুপ ও পেজের মাধ্যমে ক্রেতাদের কাছে এসব পন্য বিক্রি করে থাকেন জারা।
জারা জানান, আমি সবসময় ভাল পন্য দেওয়ার চেষ্টা করি। ক্রেতার খুশিতেই আমি খুশি। আমি চাই অনেক দূর এগিয়ে যেতে। আপনাদের সকলের দোয়া ও ভালবাসা চাই।
আপনার মূল্যবান মতামত দিন: